তাড়াশ উপজেলা


তাড়াশ উপজেলা








তাড়াশ উপজেলার তথ্যাদিঃ
১। তাড়াশ উপজেলার সীমা লিখ।
    উত্তর : তাড়াশ উপজেলার উত্তরে বগুড়া জেলার শেরপুর। পূর্বে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়া, দক্ষিণে পাবনা জেলার     ভাঙ্গুড়া ও চাটমোহর এবং পশ্চিমে নাটোর জেলার গুরুদাসপুর ও সিংড়া উপজেলা অবস্থিত।
২। তাড়াশ উপজেলার আয়তন কত?
    উত্তর : ২৯৭.২ বর্গ কিলোমিটার।
৩। তাড়াশ উপজেলার লোক সংখ্যা কত?
    উত্তর : ১,৯৫,৯৬৪ জন। (পুরুষ- ৯৯,২৪০ এবং মহিলা- ৯৬,৭২৪ জন)।
৪। তাড়াশ উপজেলায় কয়টি ইউনিয়ন আছে ও কী কী?
    উত্তর : ৮টি। যথা :    ১। তালম, বারুহাস, সগুনা, মাগুড়া, নওগাঁ, তাড়াশ, মাধাইনগর, দেশীগ্রাম।
৫। তাড়াশ উপজেলার প্রধান নদীগুলো কীকী?
    উত্তর : প্রধান নদী মোট ৪টি। যথা- আত্রাই, গুমানী, করতোয়া এবং ভদ্রাবতী।
৬। তাড়াশ উপজেলায় মোট গ্রামের সংখ্যা কত?
    উত্তর : ২৫২টি।
৭। তাড়াশ উপজেলায় মোট কতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে?
    উত্তর : ৫০টি।
৮। এ উপজেলায় মোট কতটি রেজিস্ট্রি প্রাথামিক বিদ্যালয় আছে?
    উত্তর : ৭৭টি।
৯। চলন বিল কোথায় অবস্থিত?
    উত্তর : সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়।
১০। চলনবিল কোন কোন উপজেলায় সমন্বয়ে গঠিত?
    উত্তর : তাড়াশ, উল্লাপাড়া, নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া, পাবনা জেলার চাটমোহর। ফরিদপুর এবং ভাঙ্গুড়া উপজেলার     সমন্বয়ে এ অঞ্চল গঠিত।
১১। তাড়াশ উপজেলায় কোন কোন আদিবাসী আছে?
    উত্তর : সাঁওতাল, সিং, উরাঁও ও মাতো।
১২। কয়েকটি উল্লেখযোগ্য স্থানের নাম লিখ।
    উত্তর : নওগাঁ ইউনিয়নের “হযরত শাহ শরীফ জিন্দানী (রা:) মাজার শরিফ। বারুহাস ইউনিয়নের ঐতিহাসিক বেহুলার বাড়ি     এবং তার কূপ এবং চলনবিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন