শাহজাদপুর উপজেলা

শাহজাদপুর উপজেলা




















শাহজাদপুর উপজেলার তথ্যাদিঃ
১। শাহজাদপুর উপজেলা সীমা লিখ।
    উত্তর : শাহজাদপুর উপজেলার উত্তরে রয়েছে উল্লাপাড়া ও বেলকুচি উপজেলা, দক্ষিণে পাবনা জেলার বেড়া উপজেলা, পূর্বে     চৌহালী উপজেলা এবং পশ্চিমে পাবনা জেলার ফরিদপুর উপজেলা।
২। শাহজাদপুর উপজেলার আয়তন কত?
    উত্তর : ৩২৮ বর্গ কিলোমিটার।
৩। শাহজাদপুর উপজেলার লোকসংখ্যা কত?
    উত্তর : মোট জনসংখ্যা ৪,৭২,৫০৫ জন।
৪। শাহজাদপুর উপজেলার পৌরসভা কয়টি?
    উত্তর : ১টি।
৫। শাহজাদপুর উপজলার কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে?
    উত্তর : ১৫২টি।
৬। শাহজাদপুর উপজেলা কীসের জন্য বিখ্যাত?
    উত্তর : তাঁতশিল্প, মিল্কভিটা দুগ্ধ ফার্মের জন্য বিখ্যাত।
৭। শাহজাদপুরের কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের নাম লিখ।
    উত্তর : হযরত মখদুম শাহদৌলা (রহ:) এর মাজার ও মসজিদ, রবীন্দ্র কাচারীবাড়ী, মিল্কভিটা দুগ্ধ খামার।
৮। শাহজাদপুর উপজেলায় কয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে?
    উত্তর : ২টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে।
৯। শাহজাদপুর উপজেলায় মোট কয়টি থানা আছে?
    উত্তর : ২টি থানা আছে।
১০। শাহজাদপুরে কয়টি পাবলিক লাইব্রেরি আছে?
    উত্তর : ১টি।
১১। শাহজাদপুরে কয়টি ডাকঘর আছে?
    উত্তর : ৩৩টি।
১২। কার নামানুসারে শাহজাদপুরের নামকরণ করা হয়েছে?
    উত্তর : সাধক বীর শহিদ মখদুম শাহ দৌলা (রহ:) এর নামানুসারে।
১৩। শাহজাদপুর উপজেলার উল্লেখযোগ্য নদীগুলোর নাম লিখ।
    উত্তর : যমুনা, করতোয়া, বড়াল ও হুরা সাগর।
১৪। শাহজাদপুর কাচারীবাড়ীর পূর্ব নাম কী?
    উত্তর : নীলকুঠি।
১৫। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শাহজাদপুরে আসে?
    উত্তর : ১৮৯০ খ্রি:।
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর শাহজাদপুরে জমিদারি করেন?
    উত্তর : ৭ বছর (১৮৯০-১৮৯৬) পর্যন্ত।
১৭। শাহজদাপুরে রচিত রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কয়েকটি সাহিত্যের নাম লিখ।
    উত্তর : সোনারতরী, ভরা ভাদরে, আকাশের চাঁদ, হৃদয় যমুনা, প্রত্যাখান ও বৈষ্ণব কবিতা।
১৮। শাহজাদপুরে রচিত ছোট গল্পের নাম লিখ।
    উত্তর : পোষ্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ইত্যাদি।
১৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শাহজাদপুর শেষ বারের মত ত্যাগ করে?
    উত্তর : ১৮৯৬ খ্রি:।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন