বেলকুচি উপজেলা
বেলকুচি উপজেলার তথ্যাদিঃ
১। বেলকুচি উপজেলার সীমা লিখ।
উত্তর : বেলকুচি উপজেলার উত্তরে সিরাজগঞ্জ সদর, দক্ষিণে শাহজাদপুর, পূর্বে চৌহালী উপজেলা, পূর্বে যমুনা নদীর পাড় সংলগ্ন টাঙ্গাইল জেলার কালিহাতি ও টাঙ্গাইল সদর উপজেলা এবং পশ্চিমে কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলা।
২। বেলকুচির উপজেলার আয়তন কত?
উত্তর : ১৬৪.৩১ বর্গ কিলোমিটার।
৩। বেলকুচি উপজেলার লোক সংখ্যা কত?
উত্তর : ৩,০২,৬৭৮ জন।
৪। বেলকুচি উপজেলায় কয়টি ইউনিয়ন আছে?
উত্তর : ০৬টি। বেলকুচি সদর, রাজাপুর, ভাঙ্গাবাড়ী, দৌলতপুর, ধুকুরিয়া বেড়া, বড়ধুল।
৫। “কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহিতে” এর কবি রজনী কান্ত সেনের জন্মস্থান কোথায়?
উত্তর : সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় সেন ভাঙ্গাবাড়ী।
৬। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তর : সিরাজগঞ্জ জেরার বেলকুচি উপজেরার এনায়েতপুরে।
৭। বেলকুচি উপজেলার কয়েকজন খ্যাতিমান ব্যক্তি বর্গের নাম লিখ।
উত্তর : কবি রজনী কান্ত সেন, সূচিত্রা সেন, ডা: আব্দুল হামিদ, জনাব আব্দুল মোমিন তালুকদার।
৮। বেলকুচি উপজেলার কোন এলাকা তাঁতের কাপড়ের হাটের জন্য বিখ্যাত?
উত্তর : সোহাগপুর হাট।
৯। বেলকুচি উপজেলায় কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে?
উত্তর : ৮২টি।
১০। বেলকুচি উপজেলায় কতটি ডাকঘর আছে?
উত্তর : ১৮টি।
১১। বেলকুচি উপজেলা বিখ্যাত কীসের জন্য?
উত্তর : তাঁত শিল্পের জন্য।
১২। বেলকুচি উপজেলার কিছু দর্শনীয় স্থান?
উত্তর : খাজা ইউনুস আলী (রহ:) এর মাজার শরিফ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, কবি রজনী কান্ত সেনের বাড়ী।
১৩। বেলকুচি উপজেলায় প্রধান নদীগুলোর নাম লিখ।
উত্তর : যমুনা ও হুড়া সাগর।
১৪। বেলকুচি উপজেলায় মোট কতটি গ্রাম আছে?
উত্তর : ১৫১টি।
১৫। সিরাজগঞ্জ জেলার সবচেয়ে ছোট উপজেলার নাম কী?
উত্তর : বেলকুচি উপজেলা।
বেলকুচি উপজেলার গ্রাম গুলোর নাম চাই
উত্তরমুছুন