রায়গঞ্জ
উপজেলার তথ্যাদি
১। রায়গঞ্জ উপজেলার সীমা লিখ।
উত্তর : রায়গঞ্জ উপজেলার উত্তরে বগুড়া জেলার শেরপুর ও ধুনট উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলা, পূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে তাড়াশ উপজেলা অবস্থিত।
২। রায়গঞ্জ উপজেলার লোক সংখ্যা কত?
উত্তর : ২,৮০,৪৪৫ জন।
৩। এ উপজেলায় মোট কয়টি ইউনিয়ন আছে এবং কী কী?
উত্তর : ৯টি। যথা- নলকা, পাঙ্গাসী, ব্রহ্মগাছা, ধামাইনগর, সোনাখাড়া, ধুবিল, ঘুড়কা, চান্দাইকোনা এবং ধানগড়া।
৪। মোট কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে?
উত্তর : ৮১টি।
৫। মোট কয়টি গ্রাম আছে?
উত্তর : ৩০৪টি।
৬। মোট কয়টি থানা আছে?
উত্তর : ২টি। যথা- রায়গঞ্জ ও সলংগা।
৭। প্রধান নদী কয়টি ও কী কী?
উত্তর : ২টি। যথা- ফুলজোড় ও ইছামতি।
৮। কবে রায়গঞ্জ উপজেলার সলংগা ইউনিয়নে ঐতিহাসিক সলংগা দিবস পালিত হয়?
উত্তর : প্রতি বছর ২৭ জানুয়ারি।
৯। জয় সাগর, উদয় দিঘি এবং প্রতাপ দিঘি নামের বড় বড় তিনটি দিঘি কোথায় অবস্থিত?
উত্তর : সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলায় নিমগাছি ইউনিয়নের অবস্থিত।
১০। কয়েকটি দর্শনীয় স্থানের নাম লিখ।
উত্তর : সান্যাল জমিদার বাড়ির শিব দুর্গা মন্দির নিমগাছি ভোলা দেওয়ানের মাজার এবং জয়সাগর দীঘি।
Hat pangasir kajol Raj mistiri namer maustir darkar
উত্তরমুছুনউল্লেখযোগ্য ব্যক্তিদের নাম কই
উত্তরমুছুন