উল্লাপাড়া উপজেলা
উল্লাপাড়া উপজেলার তথ্যাদিঃ
১। উল্লাপাড়া উপজেলার সীমা কত?
উত্তর : এ উপজেলার উত্তরে রায়গঞ্জ, পূর্বে কামারখন্দ ও বেলকুচি উপজেলা, দক্ষিণে শাহজাদপুর উপজেলা ও পাবনা জেলার ফরিদপুর উপজেলা এবং তাড়াশ ও পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা দ্বারা বেষ্টিত।
২। উল্লাপাড়া উপজেলার আয়তন কত?
উত্তর : ৪৯৪.৪৩ বর্গ কিলোমিটার (১০২৪০৮.০০ একর)।
৩। উল্লাপাড়া উপজেলার লোক সংখ্যা কত?
উত্তর : ৪,৪৯,২৪৩ জন।
৪। উল্লাপাড়া উপজেলায় কয়টি থানা আছে?
উত্তর : ৩টি। যথা:- উল্লাপাড়া, সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানা।
৫। উল্লাপাড়া উপজেলায় কয়টি ইউনিয়ন আছে?
উত্তর : ১৩টি।
৬। উল্লাপাড়া উপজেলায় কতটি ডাকঘর আছে?
উত্তর : মোট ৩৭টি। সাব পোষ্ট অফিস ৪টি এবং শাখা পোষ্ট অফিস ৩৩টি।
৭। উল্লাপাড়া উপজেলার কয়েকটি নদ-নদীর নাম লিখ।
উত্তর : করতোয়া, ফুলজোড়, স্বরসতী, মুক্তাহার, গোহালা, যবঝোবিযা, ইছামতি, বিলসূর্যিয়া ও গাড়াদহ।
৮। উল্লাপাড়া উপজেলার প্রাচীনতম কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর : ক্স ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ক্স উল্লাপাড়া মার্চেন্টস পাইলট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজ।
ক্স লাহিড়ী মোহনপুর কে. এম. এন ইনষ্টিটিউট।
৯। ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৩ খ্রি:।
১০। ১৯৭১ সালের ২০ এপ্রিল মাসে উল্লাপাড়া কোথায় পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের ব্যাপক যুদ্ধ হয়?
উত্তর : ঘাটিনা রেলওয়ে ব্রীজের উপর।
১১। উল্লাপাড়া উপজেলার কয়েকজন উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর : ক্স সরকারি আকবর আলী কলেজ।
ক্স উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও উল্লাপাড়া কলেজ ও উচ্চ বিদ্যালয়।
ক্স ঝিকিড়া বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়।
ক্স উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়।
ক্স হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
ক্স উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল।
১২। উল্লাপাড়া উপজেলায় কতগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে?
উত্তর : ১৪৬টি।
১৩। উল্লাপাড়া থানা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৭৫ সালে।
১৪। উল্লাপাড়া পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৪ সালে।
১৫। সিরাজগঞ্জের কোন উপজেলা কে উত্তরবঙ্গের “গেটওয়ে বা প্রবেশপথ” বলা হয়?
উত্তর : উল্লাপাড়া উপজেলা।
১৬। উল্লাপাড়া উপজেলার কয়েকটি দর্শনীয় ঐতিহাসিক স্থান?
উত্তর : হাটিকুমরুল নবরত্ম মন্দির, ঘাটিনা রেল ব্রীজ।
১৭। মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নিত কয়েকটি ব্রীজের নাম লিখ।
উত্তর : ঘাটিনা ব্রীজ, দহকুলা ব্রীজ, দিল পাশার ব্রীজ ও বধনগাছা ব্রীজ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন