সিরাজগঞ্জ জেলার নামকরণ :
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত সিরাজগঞ্জ জেলা উত্তর বঙ্গের প্রবেশ দ্বার হিসেবে সুপরিচিত। যমুনা নদী বিধৈাত এ জেলার ভৌগলিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন বৈচিত্রময়। সিরাজগঞ্জ বেলকুচি থানায় সিরাজ উদ্দিন চৌধুরী নামক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তার নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধ লাভ করেনি যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদী গর্ভে বিলীন হয় এবং ক্রমশ্য উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজ উদ্দিন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদার সেরেস্তার লিখিত ভূতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তিনি এই স্থান টিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থান রূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গনে বিলীন হয়। তিনি ভূতের দিয়ার মৌজাকেই নতুন ভাবে “সিরাজগঞ্জ” নামে স্থায়ী রূপ লাভ করে। কথিত আছে মরহুম সিরাজ উদ্দিন চৌধুরী কেবল একজন ধনী লোকই ছিলেন না তিনি অতীব ধর্মপারয়ন এবং ভক্ত লোক ছিলে। অনেকে মনে করেন সিরাজগঞ্জে দরগা রোডের মাজার শরীফ উক্ত চৌধুরী পীর সাহেবের। কেউ কেউ মনে করেন উক্ত মাজার শরীফে অবস্থানরত রুহ মোবারক, দেহাবশেষ চৌধুরী সাহেবের নিজের যা বেলকুচি হতে পরবর্তী সময়ে আনীত ও সমহিত। সকল সম্প্রদায় ধর্ম নির্বিশেষে সকলেই উক্ত দরগা ও মাজার শরীফ কে সম্মান করে থাকেন।
সিরাজগঞ্জ জেলার সামগ্রিক তথ্যাদি
১। কত সালে সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮৪ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়।
২। সিরাজগঞ্জ জেলার সীমানা লিখ।
উত্তর : সিরাজগঞ্জ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর এবং কিছু অংশ পশ্চিমে বগুড়া অবস্থিত।
৩। সিরাজগঞ্জ জেলার আয়তন কত?
উত্তর : ২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার।
৪। সিরাজগঞ্জ জেলার লোক সংখ্যা কত?
উত্তর : ২৯,১৪,০৮০ জন (পুরুষ = ১৪,৯৫,০০০ এবং মহিলা = ১৪,৪৯,০৮০ জন)।
৫। সিরাজগঞ্জ জেলার শিক্ষার হার কত?
উত্তর : ৬৮% প্রায়।
৬। সিরাজগঞ্জ জেলায় কোন কোন সম্প্রদায়ের লোক বাস করে?
উত্তর : মুসলামান, হিন্দু, খ্রিস্টান, গারো সম্প্রদায়ের লোক বাস করে।
৭। সিরাজগঞ্জ উপজেলা কয়টি সরকারি কলেজ আছে?
উত্তর : ৩টি।
উত্তর : মোশারফ হোসাইন। কর্মকাল (২৭/০১/১৯৮৪খ্রি:-০২/০২/১৯৮৬খ্রি:) পর্যন্ত।
৯। সিরাজগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসকের নাম কী?
উত্তর : মোঃ বিল্লাল হোসেন
১০। সিরাজগঞ্জ জেলার সর্বপ্রথম কোন মহিলা এম. এ. পাশ করেন।
উত্তর :
১১। সিরাজগঞ্জ জেলার কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর :
১২। সিরাজগঞ্জের কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম লিখ।
উত্তর : মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাদব চন্দ্র চক্রবর্তী, আবদুর রশীদ তর্কবাগীশ, মকবুলা মঞ্জুর, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, রজনী কান্ত সেন, ফতেহ লোহানী, মৈন্তী শুকলা এবং আরো অনেকেই।
১৩। সিরাজগঞ্জ জেলায় পৌরসভা কয়টি?
উত্তর : ৬টি। যথা:- সিরাজগঞ্জ পৌরসভা, বেলকুচি পৌরসভা, শাহজাদপুর পৌরসভা, উল্লাপাড়া পৌরসভা, রায়গঞ্জ পৌরসভা এবং কাজিপুর পৌরসভা।
১৪। সিরাজগঞ্জ জেলায় উপজেলা কয়টি?
উত্তর : ৯টি। যথা:- সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, কামারখন্দ, তাড়াশ, রায়গঞ্জ, কাজিপুর ও চৌহালী।
১৫। সিরাজগঞ্জ জেলা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত।
১৬। সিরাজগঞ্জ জেলার কয়েকটি প্রধান নদ-নদীর নাম লিখ।
উত্তর : যমুনা, বড়াল, ইছামতি, করতোয়া, হুরাসাগর, গোহালা, বাঙ্গালী, গুমতী এবং ফুলজোড় এ জেলার প্রধান নদ-নদী।
১৭। সিরাজগঞ্জ জেলা কীসের জন্য বিখ্যাত?
উত্তর : তাঁত শিল্পের জন্য বিখ্যাত।
১৮। সিরাজগঞ্জ জেলায় ইউনিয়ন সংখ্যা কত?
উত্তর : ৮২টি।
১৯। সিরাজগঞ্জ জেলা কত সালে মহকুমা হিসেবে আত্ম প্রকাশ করে?
উত্তর : ১৮৪৫ খ্রি:।
২০। সিরাজগঞ্জের একজন প্রখ্যাত নাট্যকারের নাম লিখ।
উত্তর : মকবুলা মঞ্জুর।
২১। সিরাজগঞ্জের একজন প্রখ্যাত সাহিত্যিকের নাম লিখ।
উত্তর : ফতেহ লোহানী।
২২। পাটীগণিতের জনক কাকে বলা হয়?
উত্তর : গণিত সম্রাট যাদব চন্দ্র চক্রবর্তী।
২৩। সিরাজগঞ্জের জাতীয় সংসদের কয়টি আসন?
উত্তর : ৬টি।
২৪। সিরাজগঞ্জ জেলার স্থানীয় পত্রিকার নাম লিখ।
উত্তর : দৈনিক যমুনা সেতু, দৈনিক দোলন চাঁপা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক চাঁদতারা, দৈনিক যুগের কথা, দৈনিক সীমান্ত বাজার, দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ, সাপ্তাহিক জীবন বার্তা, দৈনিক কলম সৈনিক, সাপ্তাহিক সাহসী জনতা।
২৫। সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ইহা কোন জেলার অন্তর্ভূক্ত ছিল?
উত্তর : পাবনা জেলা।
২৬। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার সেতুবন্ধন কোনটি?
উত্তর : বঙ্গবন্ধু সেতু।
২৭। বঙ্গবন্ধু সেতু কত সালে এবং কে উদ্বোধন করেন?
উত্তর : ১৯৯৮ সালের ২৩শে জুন প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
২৮। সিরাজগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়টি?
উত্তর : ৮৮০টি।
২৯। সিরাজগঞ্জ জেলায় কত সালে ভয়াবহ টর্নেডো হয়?
উত্তর :
৩০। সিরাজগঞ্জ জেলায় কোন উপজেলায় উপজাতী বাস করে?
উত্তর : তাড়াশ।
৩১। জয়সাগর কোথায় অবস্থিত?
উত্তর : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে অবস্থিত।
nice
উত্তরমুছুন❤️❤️❤️
উত্তরমুছুনভালো ছিল
উত্তরমুছুনঅনে উপকার হলো
উত্তরমুছুন