চৌহালী উপজেলা

চৌহালী উপজেলা 



চৌহালী উপজেলার তথ্যাদিঃ
১। চৌহালী উপজেলার সীমা লিখ।
    উত্তর : উত্তরে টাঙ্গাইল সদর উপজেলা ও বেলকুচি উপজেলা। দক্ষিণে পাবনা জেলার বেড়া উপজেলা ও মানিকগঞ্জ জেলার     দৌলতপুর উপজেলা। পূর্বে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা ও পশ্চিমে শাহজাদপুর উপজেলা অবস্থিত।
২। চৌহালী উপজেলার আয়তন কত?
    উত্তর : ২১০ বর্গ কিলোমিটার।
৩। চৌহালী উপজেলার লোক সংখ্যা কত?
    উত্তর : ১,৫৫,২৬০ জন। (পুরুষ- ৮১,৫০৭ জন এবং মহিলা- ৭৩,৭৫৩ জন)।
৪। চৌহালী উপজেলার প্রধান অর্থনৈতিক কর্মকান্ড কী কী?
    উত্তর : কৃষি, তাঁতশিল্প ও মৎস্য।
৫। চৌহালী উপজেলায় মোট কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে?
    উত্তর : ৬০টি।
৬। চৌহালী উপজেলায় মোট কয়টি ইউনিয়ন আছে এবং কী কী?
    উত্তর : মোট ৭টি। যথা- সদিয়াচাঁদপুর, স্থল, ঘোরজান, উমারপুর, খাসকাউলিয়া, খাসপুকুরিয়া এবং বাঘুটিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন