কাজিপুর
উপজেলার তথ্যাদি
১। কাজিপুর উপজেলার সীমা লিখ।উত্তর : কাজিপুর উপজেলার উত্তরে বগুড়া জেলার ধুনট ও সারিয়াকান্দি উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে ধুনট উপজেলা ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা অবস্থিত।
২। কাজিপুর উপজেলার আয়তন কত?
উত্তর : ৩৬৮.৬৩ বর্গ কিলোমিটার।
৩। কাজিপুর উপজেলায় মোট কতটি ইউনিয়ন আছে?
উত্তর : ১২টি। যথা- সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, শুভগাছা, কাজিপুর, মাইজবাড়ী, খাসরাজবাড়ী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর ও মুনসুর নগর।
৪। কাজিপুর উপজেলার মোট লোক সংখ্যা কত?
উত্তর : ২,৬৬,৯৫০ জন।
৫। কাজিপুর উপজেলার কোন ব্যক্তি বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রি ছিলেন?
উত্তর : ক্যাপ্টেন এম মনসুর আলী।
৬। মোট কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে?
উত্তর : ১০৮টি।
৭। কাজিপুর উপজেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮৪ সালে।
৮। এ উপজেলায় উল্লেখযোগ্য নদী কী কী?
উত্তর : যমুনা ও ইছামতি।
খুব সুন্দর
উত্তরমুছুন