সিরাজগঞ্জ সদর উপজেলার তথ্যাদিঃ
![]() |
Add caption |
১। সিরাজগঞ্জ সদর উপজেলার সীমা লিখ।
উত্তর : এ উপজেলার উত্তরে কাজিপুর উপজেলা, দক্ষিণে কামারখন্দ উপজেলা ও বেলকুচি উপজেলা, পূর্বে টাঙ্গাইল জেলার ভূয়াপুর ও কালিহাতি উপজেলা পশ্চিমে, পশ্চিমে কামারখন্দ, রায়গঞ্জ ও বগুড়া জেলার ধুনট উপজেলা অবস্থিত।
২। সিরাজগঞ্জ উপজেলার আয়তন কত?
উত্তর : ৩২৫ বর্গ কিলোমিটার।
৩। সিরাজগঞ্জ উপজেলার লোক সংখ্যা কত?
উত্তর : ৪,৮২,৫৮০ জন।
৪। সিরাজগঞ্জ উপজেলায় কয়টি পৌরসভা ও ইউনিয়ন আছে?
উত্তর : ১টি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন আছে।
৫। সিরাজগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর নাম লিখ।
উত্তর : রতনকান্দি, বাগবাটী, বহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ী, ছোনগাছা, মেছড়া, কাওয়াকোলা, কালিয়া হরিপুর এবং সয়দাবাদ।
৬। সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : যমুনা নদীর তীরে অবস্থিত।
৭। সিরাজগঞ্জ উপজেলায় কয়টি সরকারি কলেজ আছে?
উত্তর : ৩টি।
৮। সিরাজগঞ্জ উপজেলা কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে?
উত্তর : ১৫১টি।
৯। সিরাজগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম লিখ।
উত্তর : ক্স মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
ক্স সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
ক্স ফতেহ আলি লোহানী।
ক্স হৈমন্তী শুকলা।
ক্স আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন।
ক্স গোলাম মকসুদ হিলালী।
১০। সিরাজগঞ্জ শহরে সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহ হয় কত সালে?
উত্তর :
১১। সিরাজগঞ্জ শহরে সর্বপ্রথম গ্যাস সরবরাহ হয় কত সালে?
উত্তর :
১২। সিরাজগঞ্জ পৌরসভা কত সালে স্তাপিত হয়?
উত্তর : ১৯৬৯ খ্রি:।
১৩। সিরাজগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যানের নাম কী?
উত্তর : প্রথম চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।
১৪। কত সালের কত তারিখে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৭৬ সালে ১৭ নভেম্বর।
১৫। সিরাজগঞ্জের উপজেলার কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের নাম লিখ।
উত্তর : বঙ্গবন্ধু সেতু, ইলিয়ট ব্রীজ, সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এবং ইকোপার্ক।
১৬। সিরাজগঞ্জ উপজেলায় মোট কয়টি ডাকঘর আছে?
উত্তর : ২৭টি।
১৭। সিরাজগঞ্জ উপজেলায় কয়টি পাবলিক লাইব্রেরি আছে?
উত্তর : ৫টি।
১৮। সিরাজগঞ্জ উপজেলার প্রধান নদী কয়টি ও কী কী?
উত্তর : ৩টি। যথা:- যমুনা, ফুলজোড় ও ইছামতি।
১৯। সিরাজগঞ্জ উপজেলার প্রধান ফসল কী কী?
উত্তর : ধান, পাট, আলু, গম ও আখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন